বাড়িঢাকা বিভাগটাঙ্গাইল জেলাঘাটাইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপিত

ঘাটাইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপিত

রিমল তালুকদার, ঘাটাইল (টাঙ্গাইল) শিক্ষানবিশ প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। 
বুধবার (২৬ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নিবার্হী অফিসার জনাব মোঃ আবু সাঈদ এর নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিশ বার তোপধ্বনি বাজিয়ে বীর শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
পরবর্তীতে ঘাটাইল সরকারি জিবিজি কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবু সাঈদ এসময়ে কুচকাওয়াজে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষার্থী, উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, ঘাটাইল থানা পুলিশ, বিএনসিসি ও স্কাউটের সদস্যগণ। এরপর উপজেলা অডিটরিয়ামে
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় দেশ ও জাতির কল্যাণে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments