
রিমল তালুকদার, ঘাটাইল (টাঙ্গাইল) শিক্ষানবিস প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকের পাড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় দশানী বকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লোকের পাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড সভাপতি জনাব মাওলানা রমজান আলীর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও টাঙ্গাইল জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারী জনাব মোঃ হোসনে মোবারক বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘাটাইল উপজেলা আমীর জনাব মো: রাসেল মিয়া, উপজেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব রকিবুল ইসলাম, লোকের পাড়া ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর মাওলানা গোলজার হোসেন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মানিক চকদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল পৌরসভার আমীর জনাব মোঃ কামাল হোসেন, জামুরিয়া ইউনিয়ন আমীর সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াত ইসলামীর যুব বিভাগ লোকের পাড়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আল আমিন এর সঞ্চালনায় বক্তারা বলেন, মিথ্যা অভিযোগ দিয়ে দীর্ঘদিন যাবৎ আমাদের নেতাকর্মীর উপর যে অন্যায় অবিচার করা হয়েছে তার বিচার মহান আল্লাহ তা’আলা করবেন।ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর হাতকে শক্তিশালী করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার কথা ব্যক্ত করেন।