চকরিয়া(কক্সবাজার)নিজস্ব প্রতিনিধি
দেশ জুড়ে অস্থিতিশীলতা বিরাজমান ৪ মার্চ মঙ্গলবার চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া এলাকার প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে টমটম চালক মুজিবুর রহমান হত্যার শিকার হয়েছেন। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বদরখালী নৌপুলিশের একটি টিম মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে মাতামুহুরী নদীর বাঘগুজারা পয়েন্ট থেকে মুজিবুর রহমানের লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে জানা গেছে, টমটম ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। মুজিবুর রহমানকে হত্যা করার পর তার হাত-মুখ বেঁধে লাশ নদীতে ফেলে দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।