বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাচকরিয়ায় যাত্রীসহ বাস-ট্রাক সংঘর্ষে মা-শিশু নিহত এবং আহত ৭

চকরিয়ায় যাত্রীসহ বাস-ট্রাক সংঘর্ষে মা-শিশু নিহত এবং আহত ৭

রাজিবুল ইসলাম, চকরিয়া (কক্সবাজার)  নিজস্ব প্রতিনিধি:

 চকরিয়া উপজেলার উত্তর হারবাং গয়ালমারা এলাকায় পাথর বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। গত রোববার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফাজিলহাট এলাকার মো. নোমানের স্ত্রী আইরিন নিগার (৩৫) ও তার ৬মাস বয়সী শিশু সন্তান । তারা ২ জনই বাসের যাত্রী ছিলেন। জানা যায়, নিহত আইরিন নিগার এনজিও সংস্থা প্রত্যাশীর কর্মী হিসেবে কক্সবাজারের কর্মরত ছিলেন। গতকাল তার শাশুড়ির মৃত্যুর খবর শুনে কক্সবাজার থেকে বাড়িতে যাওয়ার পথিমধ্যে চকরিয়ার উত্তর হারবাং গয়ালমারা এলাকায় পৌঁছালে পাথর বোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান আইরিন নিগার নামক ওই নারী। এসময় তার ৬ মাস বয়সী শিশু সন্তানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে ওই শিশু সন্তানের ও মৃত্যু হয়। এদিকে, এ ঘটনার পর  আহত পাঁচজনকে চকরিয়া, পার্শ্ববর্তী উপজেলা লোহাগাড়া এবং চট্টগ্রাম নগরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজারমুখী ট্রাকটি পাথরবোঝাই ছিল। উত্তর হারবাং এলাকায় ওই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের ওই নারী যাত্রী। আহত হন আরও পাঁচজন। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা যানজটে আটকা পড়তে হয় শতাধিক যানবাহনকে।  
চিরিংগা হাইওয়ে পুলিশের পরিদর্শক আরিফুল আমিন দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments