প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৯:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ১০:৪৯ এ.এম
চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে তজুমদ্দিনে ইসকন বিরোধী বিক্ষোভ ।

মমিনুল ইসলাম ।। তজুমদ্দিন ভোলা
চট্টগ্রামের আদালতপাড়ায় পুলিশের সঙ্গে ইসকনের সংঘর্ষ চলাকালে শিক্ষানবিশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ইসকন বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তজুমদ্দিনে সাধারন শিক্ষার্থীরা। বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১:৩০ মিনিটে তজুমদ্দিন সরকারি কলেজ গেইট থেকে মিছিল শুরু হয়। মিছিলটি তজুমদ্দিন বাজার দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমনে হয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
বিভিন্ন শিক্ষার্থী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয়। বিক্ষোভে শিক্ষার্থীদেরকে 'ইসকনের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও', 'উগ্রবাদের ঠিকানা, এই বাংলায় হবে না', 'ইসকনের ঠিকানা,এই বাংলায় হবে না', ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ইসকনের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিছিল পরবর্তী সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গতকাল পড়ন্ত বিকেলে চট্টগ্রামের আদালত পাড়ায় যে নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তাতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্ব হত্যাকান্ডের সাথে জড়িত ইসকনের সদস্যদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় ২৪ এর ছাত্রজনতা আবারও জাগ্রত হবে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত