বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাচট্টগ্রামে আনোয়ারা শোলকাটা এলাকায় এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার।

চট্টগ্রামে আনোয়ারা শোলকাটা এলাকায় এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার।

চট্রগ্রাম জেলা বিশেষ প্রতিনিধিঃ

গত রবিবার (১১ফেব্রুয়ারি)  আনুমানিক সন্ধ্যা ৬:৪০ মিনিটের সময় মোঃ শহীদ চৌধুরী  ছিনতাইকারীদের হাতে ছিনতাইয়ের শিকার হয়েছে।

ঘটনাটি ঘটেছে , চট্টগ্রাম আনোয়ারা উপজেলা শোলকাটা গ্রাম এলাকায়। সুরত বিবি চৌধুরানী জামে মসজিদের দক্ষিণ পাশে।

মো:শহীদ চৌধুরী, আনোয়ারা ৬ নং বারখাইন ইউনিয়ন ৩নং শিলাইগড়া গ্রামের মৃত হাজী-গুরামিয়ার ছেলে।

ভুক্তভোগী মোঃ শহীদ চৌধুরী জানায়। ঘটনার দিন তার স্ত্রী ও মেয়েকে আনোয়ার উপজেলা  চাতরী চৌমুহনী ডাক্তার দেখিয়ে  জসিম উদ্দিনের সিএনজি করে বাড়ি ফিরছিল।

আনোয়ারা শোলকাটা মেডিকেলের মোড় অতিক্রম করে দক্ষিণ দিকে সুরত বিবি চৌধুরানী জামে মসজিদ অতিক্রম করে সামান্য দক্ষিনে অনেকটা নির্জন এলাকায় পৌঁছালে। তথায় ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করা গ্যাং ছিনতাইকারীরা সিএনজির গতি রোধ করে। এবং কিছু বুঝে ওঠার আগে সিএনজিতে উঠে পড়ে।এবং আমার সাথে থাকা  (৯১ হাজার ৫০০)টাকা সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে মোঃ শহীদ চৌধুরী ছিনতাইকারীদের বাধা দিতে চাইলে। ছিনতাইকারীদের হাতে থাকা ধারালো ছুরি প্রদর্শন করে চুপ থাকতে বলে এবং ছিনতাইকারীদের অপর সদস্যরা এসে তার হাত পা চেপে ধরে তারপরও মোঃ শহীদ চৌধুরী নিজেকে রক্ষার্থে দস্তা দস্তি করিলে তার ডান পায়ে ছুরি দিয়ে গুরুতর আঘাত করে আহত করে টাকা সহ ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাই কারীরা।

পরবর্তীতে মোঃ শহীদ চৌধুরী ৯৯৯ নাম্বারে কল করলে আনোয়ারা থানার এস আই জয়নাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে। মোঃ শহীদ চৌধুরীকে শোলকাটা মেডিকেলে নিয়ে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

মোঃ শহীদ চৌধুরী ছিনতাইকারীদের চিনতে সক্ষম হয়েছে। এবং ছিনতাই কারীরা এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার সুবাদে অপরাধ জগতের পরিচিত মুখ।

যথাক্রমে:- মোঃ সম্রাট(২১)পিতা:- ইলিয়াস, প্রকাশ কালাইয়া, মাতা পারভিন,শফিউল আলম,মোঃ সবুজ(২৪)পিতা মৃত ওসমান গনি মাতা কুলসুমা বেগম।

মোহাম্মদ মাহিন(১৯) পিতা কামাল উদ্দিন।

ইলিয়াচ প্রকাশ ফালাইয়া(৪৬) পিতা অজ্ঞাত।

সর্বসাং আনোয়ারা শোলকাটা এলাকায়।

এরা দীর্ঘদিন ধরে আনোয়ারার বিভিন্ন স্থানে বিভিন্ন এলাকায় ছিনতাই চুরি জুয়া মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে।

এবং এ ব্যাপারে শোলকাটা এলাকার বর্তমান ইউপি সদস্য কাসেম মেম্বারের সাথে কথা হলে

কাশেম মেম্বার বলে অভিযুক্ত ছিনতাই কারীদের

ব্যাপারে আনোয়ারা থানায় বিভিন্ন ছিনতাই মাদকাসহ বিভিন্ন মামলা রয়েছে। আমরাও চাই

আইনগতভাবে এই সমস্ত কুলাঙ্গারদের একটা সঠিক ব্যবস্থা নেওয়া হোক।

আনোয়ারা থানা সূত্রে অবগত

এই সকল ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় ছিনতাই মাদক জুয়া সহ বিভিন্ন মামলা রয়েছে।

এবং কয়েকবার গ্রেপ্তার হলেও তা দীর্ঘস্থায়ী নয়। তারা জামিনে বেরিয়ে এসে বারবার এসব অপকর্ম অপরাধ ঘটিয়ে থাকে।তাদের জন্য শুধু এলাকা নয়। পুরো আনোয়ারা থানা সহ বিভিন্ন থানার সাধারণ মানুষ  বেলা গড়িয়ে সন্ধ্যা নামতে অসহায়ত্বের দিন কাটে।কখন কোথায় এদের ছিনতাইয়ের শিকার হচ্ছে।

ঘটনায় ভুক্তভোগী মোঃ শহীদ চৌধুরী বাদী হয়ে আনোয়ারা থানায়  লিখিত অভিযোগ করেন।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল , এ ব্যাপারে জানতে চাইলে বলেন:-

শোলকাটা এলাকায় ছিনতাইয়ের ঘটনার একটা অভিযোগ পেয়েছি। ভুক্তভোগী মোঃ শহীদ আহত অবস্থায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দিয়েছে। আমরা তার অভিযোগ পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে তৎক্ষণীক মামলা রুজু করেছি। অভিযোগের ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments