
মোঃ জসীম উদ্দিন নিরব ,চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি। চট্টগ্রামে সর্বকালের সর্ববৃহৎ হকারদের উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।এতে প্রায় ৭০০ হতে ৮০০ শত অবৈধ অস্থায়ী দোকান সড়কে পাশে বসা হকারদের উচ্ছেদ করা হয়েছে।
নগরের নিউমার্কেট, নতুন রেলস্টেশন, পুরাতন রেল স্টেশন, রিয়াজুদ্দিন বাজার ও ফলমন্ডি এলাকায় সড়কের পাশে দখল করে বসা হকারদের উচ্ছেদ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার সময় জুবলী রোড বনফুলে সামনে হকারদের নেতারা বলেন -নগরের চট্টগ্রাম মেয়র এম রেজাউল করিম কে উদ্দেশ্য করে বলেন আমরা আপনার বিনীত অনুরোধ আমরা প্রয়া ৬ হাজার হকার ২০দিন ধরে নাখেয়ে আছি, সামনে রমযান মাস রোজা, আমাদের বউ বাচ্চা পরিবার আরো কষ্টে মুখে থাকতে হবে, আমাদের দাবী আদায় পুনবার্সন ফিরিয়ে দেন বলে জানান।
এতে সভাপতিত্বে করেন সম্মিলিত হকার্স ফেডারেশন সিনিয়র সহ সভাপতি ও ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডে আওয়ামীলীগে সহ সভাপতি নুরুল আমিন মিয়া।
সঞ্চালনায় করেন চট্টগ্রাম মোট্রোপলিটন হকার্স সমিতি সমাজ কল্যাণ সম্পাদক ও ৩১ নং আলকরনে যুবলীগের যুগ্ম সম্পাদক শাহীন আহমেদ।
প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চট্টগ্রাম হকার্স লীগের সভাপতি বাবু রিশী বিশ্বাস।
প্রধান বক্তা ছিলেন সম্মিলিত হকার্স ফেডারেশন সভাপতি ও ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন হোসেন মিলন।
বিশেষ বক্তৃতা চট্টগ্রাম হকার্স লীগের সভাপতি বাবু প্রভীর কুমার ঘোষ,
সম্মিলিত হকার্স ফেডারেশন সাধারণ সম্পাদক ও ৩১ নং আলকরন ওয়ার্ডে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ভূইয়া।
চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সহ প্রমুখ সকলে পুনবার্সনের দাবিতে শান্তি পূর্ণ মিছিল করেন জুবলীরোড থেকে কোতোয়ালি হতে নিউমার্কেট সত্বরে মিছিল শেষ করেন।