বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাচট্টগ্রাম নগরীর ৩১ নং ওয়ার্ড আলকরন তৃণমূল নেতা কর্মীদের সাথে মত বিনিময়...

চট্টগ্রাম নগরীর ৩১ নং ওয়ার্ড আলকরন তৃণমূল নেতা কর্মীদের সাথে মত বিনিময় সভা।

 নুরুল কবির,  নিজস্ব প্রতিনিধি সাতকানিয়া,চট্টগ্রাম।

সভাপতিত্ব করেন সৈয়দ নুরুল আকবর , প্রধান অতিথি – আ,জ,ম নাছির উদ্দীন সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও সাবেক সফল মেয়র চট্টগ্রাম সিটি কপোরেশন,

প্রধান অতিথি বলেন শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও গতিশীল ধারা আবাহত রাখার অগ্রীম ভূমিকা ও সাধারন জনগনের সকল সমস্যা সমাধানের নিমিও এগিয়ে এসে এবং তাদের পরিবারের পাশে থাকার নিশ্চয়তা ও গরীব অসস্হায় মেহনতী মানুষের কলান্যে কাজ করে যাবে। উপস্থিত ছিলেন ওয়াড আওয়ামী লীগ নেতা তারেক ইমতিয়াজ ইমতু, চট্টগ্রাম ওয়াসা সি বি এ সভাপতি মীর লোকমান , সিটি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি শওকত ওসমান মুন্না ,

সিটি বিশ্ববিদ্যালয়ের কলেজ সাবেক জি এস নাসির উদ্দিন , আওয়ামী লীগ নেতা ও হ্যালো ডক্টর বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডা.সজীব তালুকদার ,, মহানগর যুবলীগ নেতা ইয়াছিন আরাফাত, ফুটপাত হকার্স সমিতির সভাপতি নুরুল আলম লেদু, মেট্রো হর্কাস সমিতির সভাপতি হোসেন মিলন, চট্টগ্রাম হর্কাস লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ রনি, ফুটপাত হর্কাস সমিতির সাধারন সম্পাদক তারেক হারদার তারু, মেট্রো হর্কাস সমিতির সহ- সভাপতি শাহ আলম ভূইয়া, স্হানীয় এলাকার প্রতিনিধি বাপ্পি সেন, সিলসিলা সরকার শিলা, আওয়ামী লীগ নেতা রেজাউদ্দীন বাজার সাবেক শ্রমিক নেতা সবুজ ভাই , ওয়াড আওয়ামী লীগ নেতা সোহেল আলম হিরু, আলকরন ওয়াড যুবলীগ যুগ্ম আহবায়ক শাহীন আহমেদ ,

আলকরন ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্বাস রানা, সোহেল সাব্বির, শাহ আলম সিকদার, জুঁই খেলাঘর আসর সহ সভাপতি রাজীব দত্ত রাজু, ওয়াড স্বেচ্ছা সেবকলীগ নেতা মিঠু শীল, মহিউদ্দিন সানি,ইমরান শুভ,

সদরঘাট থানা ছাত্রলীগের আহবায়ক আদিত্য দাশ জয় সহ আরো আনেকে বক্তব্য দেন, সঞ্চ্যালনা করেন সিটি বিশ্ব বিদ্যালয় কলেজ সাবেক জি,এস, রফিকুল মান্নান জুয়েল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments