মোঃ জসীম উদ্দিন নিরব, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি।
আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের গোলকমুন্সীর হাট রহমাতুল্লিল আলামীন পরিষদ উদ্যোগে হতদরিদ্র সুবিধাবঞ্চিত পরিবারের ছেলে সন্তানদের মাঝে বিনামূল্যে ঔষধ, পোশাক,খাবার বিতরণসহ ৮৮ জনের খতনা ক্যাম্প সম্পন্ন হয়।
জনাব হাজী মোঃ তৈয়বুল আলমে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব মোঃ কামাল হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে ফ্রি সুন্নাতে খতনা ক্যাম্পের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শাকপুরা চৌমুহনী বাজার কমিটির সভাপতি হাজী মোজাহের আলম, রহমাতুল্লিল আলামীন পরিষদ এট যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজসেবক আবুল বশর, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ, অর্থ সম্পাদক খোরশেদ আলম সহ সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত প্রমুখ এসময় পরিষদে সভাপতি বলেন ১৯৮০ সাল থেকে প্রায় অগ্রগতি ৪৪ বছর ঐতিহ্যবাহী পরিষদে সকাল ৭টার সময় পরিত্র খতমে কোরানুল করিম পড়ানো হয়।
এবং 'অনেক গরিব অসহায় বাবা-মা আছেন যারা আর্থিক সমস্যার কারণে সময়মতো ছেলেদের খতনা করাতে পারছেন না। ফ্রি খতনা ক্যাম্পের মাধ্যমে এসব সুবিধাবঞ্চিত পরিবারকে সুযোগ করে দিয়েছে কোয়ান্টাম পাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারে বিশেষজ্ঞ ৬জন ডাক্তারের দ্বারাই বিনামূল্যে ফ্রি সুন্নাতে খতনা করা হয়।
প্রচারের পাশাপাশি মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সি টি জি ব্রাড ব্যাংক এজন্য আমরা সাধুবাদ জানাই। এটি ইসলামের খেদমতের বড় একটি অংশ।