
মো: নাজমুল হোসেন (জিয়ানগর)পিরোজপুর নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নে, চন্ডিপুর সমাজকল্যাণ পরিষদ ও ব্লাড ব্যাংকের আয়োজনে গরিব ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
শনিবার (০৪ জানুয়ারি) সকাল ১০টায় কলারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করা হয়।
সমাজকল্যাণ পরিষদ ও ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ ইউনুস আকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ০৫ নং চন্ডিপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু।
সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও শীত বস্ত্র বিতরণ করেন, সংস্থার প্রধান উপদেষ্টা ও চন্ডিপুর বাজার বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সংস্থার উপদেষ্টামন্ডলীর সদস্য জনাব আশরাফুল আলম মোল্লা,জাকির হোসেন খলিফা, মোঃ সাখাওয়াত হোসেন, সোহেল রানা, মাহবুবুর রহমান ও সংস্থার সাংগঠনিক সম্পাদক মোঃ অহিদুল ইসলাম সহ আরো অনেকে।
সংস্থার সভাপতি মো: ইউনুস আকন তার বক্তব্যে বলেন, আমাদের এই সংস্থাটি ২০২১ সাল থেকে মানবিক সাহায্য ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সহ আরো বহুবিধ মানবিক কর্মকান্ডে অবদান রেখে চলছে। সমাজের বিত্তবান ব্যাক্তিরা এগিয়ে আসলে এর কার্যক্রম আরো বেগবান ও গতিশীল করা সম্ভব। ভবিষ্যতে এর
কার্যক্রম চলমান রাখতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।