বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাচবিবিতে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন ছাত্রনেতা শামীম

চবিবিতে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন ছাত্রনেতা শামীম

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
পৌরসভাকে আরো আধুনিকায়ন করে গড়ে তুলতে জয়পুরহাটের পাঁচবিবিতে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার  ৮নং ওয়ার্ডের কাশেম চৌধুরী গদি ঘর মোড় হতে হেলাল মন্ডল এর গদিঘর পর্যন্ত ৪৩৬ মিটার সড়কটির পিচঢালাই কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। 
আজ ২৮ মার্চ শুক্রবার সকালে দানেজপুর কাশেম চৌধুরী গদিঘর মোড় নামক স্থান সড়কে ফিতা কেটে এ কাজের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা ছাত্রদলের সাবেক সংগঠনিক সম্পাদক আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা মোঃ শামীম হোসেন মন্ডল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,পৌরসভার প্রকৌশলী মোঃ মারুফ আহসান ও থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল ।
আরো উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী জুবাইদুল হক, কার্য সহকারী মোঃ মাহবুব আলম চৌধুরী, সার্ভেয়ার মোঃ শাহাদুল ইসলাম, নকশাকার মোঃ রায়হান কবীর, ঠিকাদারের প্রতিনিধি আব্দুল মান্নান মুন্না ও বিশিষ্ট ব্যবসায়ী আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন প্রমুখ।
পাঁচবিবি পৌরসভার প্রকৌশলী মোঃ মারুফ আহসান জানান, আজকে পাঁচবিবি পৌরসভার গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৮ নং ওয়ার্ডের পাঁচবিবি কামদিয়া  রোডের বাবু চৌধুরীর গদি ঘর মোড় হতে বারোকান্দি রোডের হেলাল মণ্ডলের গদিঘর পর্যন্ত ৪৩৬ মিটার সড়কের জ্যান্স কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করা হলো।এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ লক্ষ ৭৬ হাজার ২৫১ টাকা।প্রকল্পটি বাস্তবায়ন করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মেহেরুন্নেসা এন্টারপ্রাইজ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments