বাড়িবাংলাদেশেসিলেট বিভাগচব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘোড়া ও আনারস প্রতীকের সমর্থক মধ্যে সংঘর্ষ।

চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘোড়া ও আনারস প্রতীকের সমর্থক মধ্যে সংঘর্ষ।

খন্দকার শহিদুল ইসলাম,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা নির্বাচন আজ।

শাল্লা উপজেলার চব্বিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনী মোহন দাস (ঘোড়া) ও উপজেলা বিএনপি’র সভাপতি (বহিস্কৃত) ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার (আনারস) প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

শাল্লা উপজেলার ছাব্বিশা কেন্দ্রে ঘোড়া এবং আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নির্বাহী ম্যাজিস্ট্রট ও বিজিবি তাৎক্ষণিক উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এর আগে রাতে ঐ কেন্দ্রে অন্য একটি কেন্দ্রের একজন সহকারী প্রিজাইডিং অফিসারসহ চারজন ভোট কর্মীকে এক প্রার্থীর পক্ষে ক্যাম্পেইন করার অভিযোগে আটক করা হয়েছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments