অপু হাসান, ভোলা প্রতিনিধ।
প্রচণ্ড তাপদাহে ক্লান্ত পথচারী, রিকশা চালক ও ফুটপাতের ব্যবসায়ীদের মধ্যে লেবু ও ট্যাং এর শরবত, পানির বোতল ও স্যালাইন বিতরণ করেছেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন এর তত্ত্বাবধানে
রিজভী আহমেদ। তার সহযোগিতায় ছিলেন চরফ্যাশন ডিস্ট্রিবিউটর হাউজের অসংখ্য সেলস এক্সিকিউটিভ । চরফ্যাশন বাজারের বিভিন্ন প্রান্তে শরবত, স্যালাইন ও পানির বোতল বিতরণ করে। শরবত বিতরণ কালে রিজভী আহমেদ বলেন অসহ্য গরমে আমরা বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন চরফ্যাশন ডিস্ট্রিবিউটর হাউজের পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ঠান্ডা পানি আর শরবত বিতরণ করে মানুষকে একটু স্বস্তি দেওয়া চেষ্টা করছি। আমরা আমাদের এই কার্যক্রম আজ প্রথমবারের মতো পথচারী শিশু কিশোর,বৃদ্ধ, রিকশাচালক, ভ্যানচালক, সিএনজি চালক সহ নানা বয়সের নারী-পুরুষের মাঝে শরবত বিতরণ কার্যক্রম শুরু করেছি।পথচারীরা শরবত খেয়ে স্বস্তি পেলে এতেই আমাদের খুশি। শরবত ও পানির বোতল পেয়ে ক্লান্ত পথচারীরা কিছুটা স্বস্তি ফিরে পায় এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন এবং তাদের সকল কর্মীকে ধন্যবাদ জানান।