বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগচরমটুয়ার শীর্ষ সন্ত্রাসী শহিদ আটক,গণধোলাইয়ের পর পুলিশের নিকট সোপর্দ।

চরমটুয়ার শীর্ষ সন্ত্রাসী শহিদ আটক,গণধোলাইয়ের পর পুলিশের নিকট সোপর্দ।

মো রবিউল হাসান,শিক্ষানবিশ প্রতিনিধি, নোয়াখালী সদর।

২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার, নোয়াখালী সদর উপজেলার ১৯ নং পুর্ব চরমটুয়া ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী শহিদ কে আটক করেছে স্থানীয় সাধারণ জনগন।তার সাথে রিয়াদ, রহিম,জাবেদ ও জামাল নামে আরো ৪ জনকে ও আটক করা হয়।গণধোলাইয়ের পর ৫ জনকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

এলাকাবাসী জানায়,বিগত সরকারের সময়ে শহিদ ও তার সহায়করা দীর্ঘদিন যাবত ১৯ নং পুর্ব চরমটুয়া ইউনিয়নের মধ্যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল।ইউনিয়নের মধ্যে ইয়াবা,গাজা, হেরোইনের ব্যবসা করতো।দিনের বেলায় প্রকাশ্যভাবে মদপান ও গাজা সেবন করতো।প্রতিবাদ করলে হুমকি দিত তাদের।

এলাকাবাসী আরো জানায়,চাঁদাবাজী ছিল তার নিত্যদিনের কাজ।সাধারণ মানুষ তার কাছে ছিল জিম্মির মতো।

স্থানীয় ওলামায়ে কেরামরা জানান,ইসলামে দুবোন একসাথে বিবাহ করা হারাম।কিন্তু সে ইসলামের এ বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুবোনকে বিবাহ করে একসাথে নিয়ে সংসার করছে।ওলামায়ে কেরাম প্রতিবাদ করলেও তোয়াক্কা করেনি সে।

এ চাড়াও তার নামে নোয়াখালী সুধারাম থানায় একাদিক মামলা আছে বলে জানায় পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments