বাড়িরংপুর বিভাগকুড়িগ্রাম জেলাচরাঞ্চলের সুবিধা বঞ্চিত ২০০ জন খামারির মাঝে মুরগি বিতরণ

চরাঞ্চলের সুবিধা বঞ্চিত ২০০ জন খামারির মাঝে মুরগি বিতরণ

মোঃ জুয়েল রানা, রৌমারী(কূড়িগ্রাম)নিজস্ব প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত  অনগ্রসর মানুষের আর্থ-সামাজিক ও জীবন মানউন্নয়নের লক্ষ্যে ‘উত্তরাঞ্চলের সীমান্তবর্তী  ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়নপ্রকল্প (ILDP)এর আওতায়’ কুড়িগ্রামের রৌমারীতে মুরগি পালন প্যাকেজের  বন্দবেড়, রৌমারী ও যাদুর চর ইউনিয়নের ২০০জন  সুফলভোগীদের মাঝে প্রত্যেক খামারিকে ১৫ টি করে  মোরগ- মুরগি বিতরণ করা হয়েছে।
৬ ফেব্রুয়ারি, বৃহসপতিবার সকাল ১১ টায় রৌমারী উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার আলহাজ্ব বয়েজ উদ্দিন বুদ্ধি প্রতিবন্ধী  অটিস্টিক বিদ্যালয় ও বাইটকামারী সরকারি প্রাথমিকবিদ্যালয়ের  সামনে ২৬০০ টি সোনালী জাতের মুরগি এবং ৪০০ টি মোরগ, ২০০ জন সুফল ভোগীকে সুবিধা দেওয়া হয়।
 প্রাণিসম্পদ কর্মকর্তা টিকাদার মোঃ কামরুজ্জামান পাইকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক (ILDP) ডা. নন্দ দুলাল টীকাদার। ও রৌমারী প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
এ সময় প্রকল্প পরিচালক  টীকাদার মোঃ কামরুজ্জামান। বলেন, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, আয়, খাদ্য, পুষ্টি বৃদ্ধির লক্ষ্যে ৩০০০ হাজার  সোনালী জাতের মোরগ-মুরগি বিতরণ করা হয়েছে।‘ এতে করে চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা মিটিয়ে অতিরিক্ত ডিম ও মাংস বিক্রি করে প্রান্তিক জনগোষ্ঠী আর্থিকভাবে লাভবান হবে ও দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments