বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগচাঁদাবাজদের আইনের হাতে তুলে দিন:মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

চাঁদাবাজদের আইনের হাতে তুলে দিন:মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

মমিনুল ইসলাম, তজুমদ্দিন প্রতিনিধি। 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ ১৫ জানুয়ারি ভোলার তজুমদ্দিনের বিচ্ছিন্ন ও দূর্গম চর জহির উদ্দিন ও চর মোজাম্মেল আয়োজিত জনসভার অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন চরে কোন চাঁদাবাজি চলবে না। 
বক্তব্যে তিনি আরো বলেন চরের সাধারণ নিরীহ মানুষকে আওয়ামী শাষন আমলে নেতারা জিম্মি করে রাখেছে। এখানের চরের নেতাদের সাথে চরা দাম কন্টাক্ট করে নোয়াখালী হাতিয়া সহ বিভিন্ন স্থানের মানুষ এসে তরমুজ চাষ করেতো কিন্তু  জমির মালিক তার ন্যায্য জমি ভাড়া পায়নি এবার বাহিরের কৃষক চাষ করতে পারবে না এখন থেকে চর কৃষকদের জন্য উন্মুক্ত। 
আর চরের নেতারা ঘাস বাহিরের রাখালদের কাছে বিক্রির অভিযোগ পাওয়া গেছে,  এখন থেকে ঘাস ব্যবসা চলবে না। চরের কৃষকরা স্বাধীন ভাবে বসবাস করবে। 
 এ জনসভায় তিনি সাধারণ মানুষকে তাদের সমস্যাগুলো তুলে  ধরার সুযোগ দেন।
আলোচনা সভার তিনি হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ টোকেন বিলি করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু,সদস্য সচিব ওমর আসাদ রিন্টু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার,  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন জুলফিকার, সোনার ইউনিয়ন বিএনপির সভাপতি আনছার উল্লেখ্য, সাধারণ  সম্পাদক জাকির হোসেন মনু, সহ  বিএনপির  বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments