বাড়িরাজশাহী বিভাগচাঁপাইনবাবগঞ্জ জেলাচাঁপাইনবাবগঞ্জ আড়াই কেজি হিরোইন মাদক কারবারি 

চাঁপাইনবাবগঞ্জ আড়াই কেজি হিরোইন মাদক কারবারি 

আলি হোসেন,, বিশেষ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ (সদর) 
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে অভিযান চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইন একটি মোটরসাইকেলসহ ইউসুফ আলী নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হরমা গ্রাম এলাকায় অভিযানে মোটরসাইকেল করে হিরোইন গুলো পরিবহনের সময় তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ ইউসুফ আলী’র (২৬) বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ চাতরাপুকুর এলাকায় তার পিতা আব্দুল বাসির। শুক্রবার সন্ধ্যায় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য নিশ্চিত করা হয়।
এই সময় জানানো হয়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে উল্লেখিত সময় মাদকের একটি চালান সরবরাহ করবে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব এর একটি চৌকষ আভিযানিক দল ওই মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় মোটরসাইকেলের গতির প্রতিবন্ধকতা সৃষ্টি করে থামানো হয়। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি পরিচালনা করে তার হেফাজত হতে উল্লেখিত আলামত সহ তাকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ক্যাম্প কমান্ডার।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments