
আলি হোসেন, বিশেষ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জএর ০৩ নং ওয়ার্ডের রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ।
সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, ০৮ নং দেবীনগর ইউনিয়ন এর ০৩ নং ওয়ার্ডের সড়কটি। টানা বর্ষণের ফলে কয়েক কিলোমিটারের রাস্তার বেশিরভাগই খানা-খন্দে ভরে গেছে। এর ফলে এ রাস্তা চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, বেশ কয়েক কিলোমিটার রাস্তার বেশিরভাগই খানা-খন্দে ভরে গেছে। অনেক জায়গার মাটি ও বৃষ্টির পানির সংমিশ্রণে কাদার ভাগাড়ে পরিণত হয়েছে। খানা-খন্দের মধ্যেই চলছে যানবাহন। স্থানীয়দের অভিযোগ, ০৮ নং দেবীনগর ইউনিয়নের রাস্তাটি মেরামতের বিষয়ে, সবাই মিলে একাধিকবার স্থানীয় চেয়ারম্যান-মেম্বারের কাছে রাস্তাটি সংস্কারকরণের জন্য দাবি জানিয়েছেন। কিন্তু কেউ কোনো কাজ করেননি। এজন্যই রাস্তার কাজ করা হয়নি। তাই ভোগান্তি নিয়েই এ রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। স্হানীয়দের অভিযোগ রাস্তা বিষয়ে, ‘প্রতিদিন এ রাস্তা দিয়ে শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। তাদের চলতে খুবই সমস্যা হয়। প্রায় সময়ই গাড়ি দুর্ঘটনা হয় এ রাস্তাতে। অসুস্থ কোনো ব্যক্তিকে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাই অনেক ভোগাস্তি নিয়েই আমাদের এ রাস্তা যাতায়াত করতে হয়।’
এলাকার বাসিন্দারা বলেন, ‘প্রতিদিনই আমাদের এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। বৃষ্টিতে রাস্তাটি একদম চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ।তারপরও শত ভোগান্তি নিয়েই এ রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। আমরা উপজেলা প্রকৌশলী এলজিইডি বিভাগের কাছে অনুরোধ করছি দ্রুত এ রাস্তা মেরামত করার ব্যবস্থা করেন।’
স্থানীয় বাসিন্দারা মনে করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর, ০৮ নং দেবীনগর
ইউনিয়ন এর মধ্যে মনে হয় এতো খারাপ রাস্তা আর নেই। জনপ্রতিনিধিদের কাছে রাস্তাটি সংস্কার করার জন্য জোরালো দাবী জানাচ্ছি।