প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ২:১১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১০:৫৮ এ.এম
চাটখিলে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে স্মরণসভা।

মোঃ রাশেদ হাসান, চাটখিল (নোয়াখালী) শিক্ষানবিশ প্রতিনিধি।
আজ ২৫ নভেম্বর ২০২৪ রোজ সোমবার। নোয়াখালী জেলার চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে "২০২৪ সালের জুলাই আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা" র আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার ভূমি জনাব আকিব ওসমান স্যার। এবং উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা মাননীয় ওসি মহোদয় ফিরোজ উদ্দিন স্যার সেনা কর্মকর্তা জনাব ক্যাপ্টেন তাফসিরুল কবির সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকতা বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার শহীদ ইমতিয়াজ হোসেন রিয়াজ এবং শহীদ আহসান হাবিব তামিমের পরিবার৷ এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলের চাটখিল উপজেলা বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে শুরু করা হয়। এরপর ২৪ এর আন্দোলনের উপর নির্মিত ভিডিও চিত্রের প্রদর্শনী করা হয়। এরপর শহীদ পরিবার থেকে বক্তব্য দেন শহীদদের পিতারা এবং ছাত্র প্রতিনিধিরা জুলাই-আগষ্টের আন্দোলনের তাদের স্মৃতি ব্যক্ত করেন।
ছাত্র প্রতিনিধি দের মধ্যে উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলার সমন্বয়ক গোলাপ হোসেন ফরহাদ, সমন্বয়ক মেহেদী হাসান, সমন্বয়ক সাইফুল ইসলাম সহ অনেকে।
আনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি গোলাপ হোসেন ফরহাদ জুলাই আন্দোলনে উনার স্মৃতি ব্যক্ত করেন৷
আনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান বলেন ৪৭ থেকে ২৪ পর্যন্ত ছাত্ররা জীবন দিয়েছে এত ত্যাগ ছাত্রদের কিন্তু ফলাফল বারবার কেন ব্যর্থ হচ্ছে? এমন বাংলাদেশ আমরা চাই যেখানে ভবিষ্যতে যাতে আর কখনো ছাত্রদের রক্ত ঝরাতে না হয়।
আনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসীদের আঘাতে ছিড়ে যাওয়া উনার পাঞ্চাবি তুলে ধরেন৷ এবং শহীদ ও আহত পরিবারের পক্ষ থেকে সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবী জানান। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ কে ঐক্যবদ্ধ থেকে সরকারকে সহযোগিতার আহবান জানান।
এরপর সাংবাদিক প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত