বাড়িঅন্যান্যচা বাগানে নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ক ক্যম্পেইন অনুষ্ঠিত'

চা বাগানে নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ক ক্যম্পেইন অনুষ্ঠিত’

চা বাগানে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যভাস উন্নয়নে শ্রীমঙ্গলে সাংবাদকর্মীদের নিয়ে ‘মিডিয়া ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী এনজিও সংস্থা ইনষ্টিটিউিট অফ ডেভলোপমেন্ট এ্যফেয়ারস (আইডিয়া) এর আয়োজনে ক্যম্পেইনে শ্রীমঙ্গল উপজেলার চা বাগানগুলোর চা শ্রমিকদের নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবহার, স্যানিটেশন ও তাদের দৈনন্দিন স্বাস্থ্যভাসের উপর আলোকপাত করা হয়। বক্তারা বলেন, চা শ্রমিকরা এখনও নিরাপদ পানির জন্য সংগ্রাম করছেন।

আধুনিক সমাজেও চা বাগানগুলোতে নানা প্রতিকূলতার মধ্যে চা শ্রমিকরা স্বাস্থ্য ও সেনিটেশন সুবিধা থেকে অনেক দূরে রয়ে গেছে। চা শ্রমিকরা কমর্কক্ষেত্রে টয়লেট সুবিধা পান না। কাজ থেকে ফিরে পান করার পানির জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে হয়। অনেক বাড়িতে টয়লেট নেই। চা বাগানে বা খোলা জায়গায় টয়লেট করতে হয়। সুবিধা বঞ্চিত এই চা জনগোষ্ঠীর দরিদ্র মানুষজন এখন এর থেকে তারা মুক্তি চায়। চা বাগানে বসবাসকারী অনেক শিক্ষিত শ্রমিক সন্তান রয়েছে। তারা বাগানের বাহিরে কর্মস্থানের সুযোগ চায়, আর্থ-সামাজিক উন্নয়নে চা বাগানের বাহিরে উন্নত কাজ ও জীবিকা নির্বাহে করনীয় বিষয়ে ক্যম্পেইনে আলোচনায় উঠে আসে।

‘আইডিয়া’র ওয়াস ফর টি প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক পঙ্কজ ঘোষ দোস্তিদার এর সঞ্চালনায় ক্যম্পেইনের সভাপতিত্ব করেন দৈনিক জনকন্ঠ’র শ্রীমঙ্গল প্রতিনিধি চৌধুরী নিহার রঞ্জন হোম। অন্যন্যের মধ্যে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাংবাদিক দিপঙ্কর ভট্টচার্য, বিকুল চক্রবর্তী, বিশ্বজিৎ ভট্টচার্য্য বাপন, সৈয়দ ছায়েদ আহমদ, ইসমাইল মাহমুদ, আক্তার হোসেন শামিম, চৌধুরী ভাষ্কর হোম, সাইফুল ইসলাম, আতাউর রহমান কাজল, রজত শুভ্র চক্রবর্ত্তি, মামুন আহমেদ, নান্টু রায়, শিমুল তরফদার, আমজাদ হোসনে বাচ্চু, নূর মোহাম্মদ সাগর, ইব্রাহিম আলী, আবুজার বাবলা এতে অংশ গ্রহন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments