বাড়িবরিশাল বিভাগবরগুনা জেলাচিকিৎসাসেবায় চির বঞ্চিত বরগুনায় 'চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল' স্থাপনের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

চিকিৎসাসেবায় চির বঞ্চিত বরগুনায় ‘চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল’ স্থাপনের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মো: মাহমুদুল হাসান,আমতলী(বরগুনা)বিশেষ প্রতিনিধি
‘চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’ প্যাকেজের আওতায় চিকিৎসাসেবায় চির বঞ্চিত বরগুনায় একটি হাসপাতাল স্থাপনের দাবিতে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বরগুনায় চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধনের আয়োজন করে বরগুনা উন্নয়ন ফোরাম, বরগুনা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।
মানববন্ধনে নেতৃবৃন্দ তাদের বক্তব্য বলেন, বঙ্গোপসাগর তীরবর্তী নদীবেষ্টিত দুর্গম জনপদের জেলা বরগুনা।  প্রায় ১৩ লাখ মানুষের বসবাস দক্ষিণের এ জেলায়। যার বড় একটি অংশ মৎস্য পেশার সাথে সম্পৃক্ত। স্বাধীনতার পর থেকে বরগুনার মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির অধিকার কখনোই পূরণ হয়নি। সাধারণ স্বাস্থ্যসেবাসহ বিশেষায়িত স্বাস্থ্যসেবা একচেটিয়া রাজধানী শহর ঢাকাসহ অন্যান্য জেলা কেন্দ্রিক গড়ে ওঠায় এখন পর্যন্ত সেবাবৈষম্য অব্যাহত রয়েছে এখানকার মানুষের। প্রতিনিয়ত ঝড়-জলোচ্ছ্বাস আর নদীভাঙ্গনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হচ্ছে লাখো মানুষের। রয়েছে জেলাভিত্তিক বার্ষিক উন্নয়ন বাজেট আর সার্বিক উন্নয়নের দীর্ঘ বৈষম্যের ইতিহাস। ২০২৪ এর জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের সাথে সাথে উন্নয়নের স্বপ্ন দেখতে শুরু করেছে উপকূলীয় জেলা বরগুনার মানুষ।
নেতৃবৃন্দ বলেন, বরগুনা জেলায় ২৫০ শয্যা বিশিষ্ট একটি জেনারেল হাসপাতাল থাকলেও চিকিৎসক, নার্সসহ জনবল সংকট দীর্ঘদিনের। রয়েছে ওষুধ, যন্ত্রপাতিসহ অবকাঠামোগত সমস্যা। অথচ এ জেলার পাথরঘাটা উপজেলায় অবস্থিত রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র। যেটিকে কেন্দ্র করে পার্শবর্তী জেলা পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন জেলার হাজার হাজার মৎস্যজীবিরা বরগুনায় প্রতিনিয়ত অবস্থান করে থাকে। কিন্তু এসব প্রান্তিক জেলে পরিবারসহ মৎস্যজীবিদের সুচিকিৎসার কোন ব্যবস্থা নেই বরগুনা জেলায়। যে কারণে জেলার হাজার হাজার মানুষের চিকিৎসা নিতে হয় পার্শবর্তী দেশ ভারতে। সুচিকিৎসার অভাবে শত শত মানুষের অকাল মৃত্যু ঘটে।
নেতৃবৃন্দ বলেন, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি বাংলাদেশ-চীন কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির স্মারক হিসেবে চিকিৎসাসেবার ইতিবাচক পরিবর্তন আনতে চীন ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতায়“চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল” প্যাকেজের আওতায় সাগর উপকূলীয় জেলার সর্বস্তরের মানুষের যৌক্তিক চাওয়ার প্রতি গুরুত্ব দিয়ে সর্বাগ্রে একটি সুবৃহৎ আধুনিক হাসপাতাল বরগুনা জেলায় স্থাপনের জন্য জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজবুল কবির, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি শারমিন সুলতানা আসমা, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আলহাজ্ব আবুল কালাম আজাদ, জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান তাপস প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ সালেহ।
এতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। 
মানববন্ধন শেষে বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রেজবুল কবিরের নেতৃত্বে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments