
প্রিন্স মন্ডল অলিফ:
বাগেরহাটের চিতলমারী উপজেলা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপিড়নের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন। শুক্রবার (২১মার্চ) জুমা’বাদ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি সদর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ গ্রহণকারী ধর্মপ্রাণ হাজারো জনগন ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপিড়নের প্রতিবাদে এ সময় মুহুর-মুহু আওয়াজ তোলেন। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত পথ সভায় বক্তাগণ জাতি সংঘের প্রতি ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপিড়নের বিচার দাবী করেন। এবং সকল মুসলিম জাহানকে উক্ত আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার আহবান জানানো হয়।