
প্রিন্স মন্ডল অলিফ:
বাগেরহাটে চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০মার্চ) সকাল ১০টায় উপজেলার প্রায়ত: এ্যাড. কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি কলেজে এই সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শমসের আলী মোহন, আহবায়ক মনিটরিং কমিটি বাগেরহাট -১ ও যুগ্ম আহবায়ক বাগেরহাট জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক হাদী উজ্জামান হিরো, সদস্য মনিটরিং কমিটি ও সদস্য বাগেরহাট জেলা বিএনপি, এ্যাড,ফারহানা নিপা সদস্য মনিটরিং কমিটি ও সদস্য বাগেরহাট জেলা বিএনপি, মোঃ মোমিনুল হক টুলু বিশ্বাস আহবায়ক চিতলমারী উপজেলা বিএনপি,আহসান হাবিব ঠান্ডু সদস্য সচিব চিতলমারী উপজেলা, মো: শিপন মুন্সি যুগ্ম আহবায়ক চিতলমারী উপজেলা বিএনপি ও উপজেলা বিএনপির অনান্য নেতৃবৃন্দ। ভোট গননা শেষে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়। প্রাপ্ত ফলাফলে মোঃ নজরুল ইসলাম সর্দার সভাপতি, মোঃ রুহুল আমিন ফকির সাধারণ সম্পাদক ও মোঃ ইমাম হোসেন সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন। সভাপতি পদে তিনজন প্রতি দ্বন্ধিতা করেন (১) মো: নজরুল ইসলাম সর্দার-১৭৩ বিজয়ী, নিকট তম প্রতিদ্বন্দ্বী (২) সহিদুল ইসলাম-১৪৮। সাধারণ সম্পাদক পদে পাচজন প্রতিদ্বন্দ্বিতা করেন (১) মো: রুহুল আমিন ফকির-১৬৪ বিজয়ী, নিকট তম প্রতিদ্বন্দ্বী (২) মো: মোজাহিদুল ইসলাম তুহিন-১১৫। সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন (১) মো: ইমাম হোসেন-১৩৭ বিজয়ী, নিকট তম প্রতিদ্বন্দ্বী (২) মো: ওমর ফারুক ১২৬।