
খাজা মঞ্জুর মাহমুদ, সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)শিক্ষানবিশ প্রতিনি্ধি
২২ মার্চ রোববার দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল আশুগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস,এন তরুণ দে তার নিজস্ব অর্থায়নে সরাইল আশুগঞ্জের সবকটি ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণের অংশ হিসাবে আজ সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন ও নোয়াগাঁও ইউনিয়নের ৩০০ এর অধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ নূর আলম মিয়া, চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি একেএম শামসুল আলম, চুন্টা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব উজ্জ্বল মিয়া, সাবেক সদস্য সচিব শামছুল হক, চুন্টা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফেজ আশিকুর রহমান, চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ছালেক, যুবদল নেতা সালাউদ্দিন টুকু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ মিয়া, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ আবু জালাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নান্নু মিয়া, যুগ্ন আহ্বায়ক আব্দুর রহিম, কৃষক দলের নোয়াগাঁও ইউনিয়নের আহ্বায়ক মোর্শেদ মৈশান, সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মন্নর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক সেলিম মিয়া, বিএনপি নেতা মহব্বত আলী, সাবেক ছাত্রদল নেতা পারভেজ আলমসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।
ইফতার সামগ্রী বিতরণ শেষে এস,এন তরুণ দে জানান পর্যায়ক্রমে আমি ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল ও আশুগঞ্জের প্রতিটি ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত ভাবে চালিয়ে যাব।
উনি আরো বলেন অবহেলিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) এর যোগাযোগ ব্যবস্থাসহ অবকাঠামোগত উন্নয়নের জন্য আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। এবং আমার নির্বাচনী এলাকার গরিব ও অসহায় মানুষের মুখে ফোটাতে তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকব।
দারিদ্র্যমুক্ত স্বদেশ গড়তে উনি সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।
ইফতার সামগ্রী বিতরণ শেষে তিনি উপস্থিত সকলের নিকট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনাসহ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়ার আবেদন করেন।