বাড়িবরিশাল বিভাগপিরোজপুর জেলা।চুরিও হারিয়ে যাওয়া মোবাইল ফোন মোটরসাইকেল ও বিকাশের টাকা পিরোজপুর জেলা পুলিশের...

চুরিও হারিয়ে যাওয়া মোবাইল ফোন মোটরসাইকেল ও বিকাশের টাকা পিরোজপুর জেলা পুলিশের সহায়তায় উদ্ধার

মোঃ নাজমুল হোসেন জিয়ানগর , (পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি : 
পিরোজপুরে চুরিও হারিয়ে যাওয়া মোবাইল ফোন,মোটরসাইকেল ও বিকাশের টাকা উদ্ধার করে দিয়েছে পিরোজপুর জেলা পুলিশ। 
পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের এর দিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ মুকিত হাসান খাঁনের নেতৃত্বে জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখা কর্তৃক উদ্ধারকৃত এসব  মোটরসাইকেল,টাকা ও মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়েছেন। 
রবিবার (২৩ মার্চ) দুপুরে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত মালিকদের কাছে এসব মালামাল বুঝিয়ে দেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। 
পরে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়,পিরোজপুর জেলার বিভিন্ন সময় বিভিন্ন থানার হারানো মোবাইল ও বিকাশের টাকা সংক্রান্ত জিডি সমূহ পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হারানো বিভিন্ন ব্র্যান্ডের   ৩৫ টি এন্ড্রয়েড মোবাইল ফোন ও ভুল নম্বরে চলে যাওয়া বিকাশের ৪ হাজার ৫০০ টাকা,০১টি মোটরসাইকেল এবং ০২টি হ্যাকড হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক অ্যাকাউন্ট) উদ্ধার করা হয়েছে। 
উদ্ধারকৃত মোবাইল ফোনের মধ্যে রয়েছে আই ফোন,ভিভো,রেডমি, স্যামসাং,রিয়েলমি,অপোসহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল ফোন রয়েছে। 
এগুলোর মধ্যে পিরোজপুর সদর থানায় ১২টি জিডি,ইন্দুরকানি থানায় ০৩টি,ভান্ডারিয়া থানায় ০৬টি,মঠবাড়িয়া থানায় ০৯টি,নাজিরপুর থানায় ০৩টি,কাউখালী থানায় ০১টি এবং নেছারাবাদ থানায় ০১টি জিডি হয়েছিল।
এছাড়া গাজীপুর জেলার গাছা থানার তারাগাছ এলাকা থেকে জনৈক সাজু বিশ্বাস (৩৭) পিতা আব্দুল কুদ্দুস, সাং-তারাপুর,থানা: কুমারখালী,জেলা:-কুষ্টিয়া এর ব্যবহৃত ইয়ামাহা এফ জেড ভার্সন-৩, কালো রঙের ১৫০ সিসির ০১টি মোটরসাইকেল গত ২৩ সেপ্টেম্বর হারিয়ে যায়।
 পিরোজপুর সদর থানা পুলিশের বিশেষ অভিযানে শিকারপুর লাশ কাটা ঘরের সন্নিকটে পরিত্যক্ত জায়গা থেকে উক্ত মোটর সাইকেলটি উদ্ধার করে মূল মালিক সাজু বিশ্বাসের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। 
পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মুকিত হাসান খান জানান, আমাদের এরকম উদ্বারজনিত কার্যক্রম অব্যাহত থাকবে। পিরোজপুর জেলা পুলিশ সব সময় জনগণের কল্যাণে কাজ করে যাবে। যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ  জনগণের পাশে থাকবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments