বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাচেয়ারম্যানকে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা

চেয়ারম্যানকে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা

মোঃমোজাম্মেল হোসেন,কাপাসিয়া (গাজীপুর)বিশেষ প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান এমএ ওহাব খান খোকাকে একদল উচ্ছৃঙ্খল যুবক মারধর করেছে। বৃহস্পতিবার বিকালে রাণীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশে খবর দিলে আহত অবস্থায় পুলিশ এমএ ওহাব খান খোকাকে আটক করে থানায় নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে এমএ ওহাব খান খোকা রাণীগঞ্জ বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করছিলেন। এ সময় ১০-১২ জন উচ্ছৃঙ্খল যুবক তার ওপর অতর্কিত হামলা করে তার লাইসেন্স করা পিস্তলটি হাতিয়ে নেয়। পরে তাদের এলোপাতাড়ি কিলঘুসিতে তার নাক মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। এ সময় স্থানীয় জনগণ এগিয়ে এসে তাকে রক্ষা করতে চাইলে তারা প্রাণনাশের হুমকি দিলে সবাই পিছু হটে দূরে সরে যায়। এ সময় জনগণ তাকে মারধরের কারণ জানতে চাইলে তারা চেয়ারম্যানকে অকথ্য গালিগালাজ করেন। এ সময় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়। চেয়ারম্যান ওহাব খান খোকা এক সময় জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসেন জানান, গত বছরের ১৭ সেপ্টেম্বর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়নের করা একটি নাশকতার মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং আদালতে পাঠানো হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments