বাড়িঅন্যান্যছাতকে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক

ছাতকের জাউয়াবাজার এলাকায় দু’পক্ষের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ শতাধিক লোক আহত হয়েছেন। আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, কৈতক উপস্বাস্থ্য কেন্দ্র, ছাতক ও শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ শতাধিক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার রাতে এঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারে আধিপত্য বিস্তার এবং গোষ্ঠীগত পূর্ব শত্রুতার জেরে জাউয়া কোনাপাড়ার জুনেদ ও পূর্বহাটি মাহতাবের মধ্যে কথা-কাটাকাটির সুত্র ধরে রাত ৮টা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। রাত ১০টা পর্যন্ত চলা সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র, ইট-পাটকেল ও কাচের বোতল ব্যবহার করে।

খবর পেয়ে সুনামগঞ্জ ও ছাতক থেকে দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের কারণে জাউয়া থেকে শান্তিগঞ্জ এবং ধারণ থেকে জাউয়া পর্যন্ত অংশে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।

সংঘর্ষে আহত পুলিশ সদস্যরা হলেন ছাতক থানার ওসি মাহবুবুর রহমান, থানার এস আই মাসুদ আল মুকিত, রেহান উদ্দিন, এএসআই সোহেল মিয়া ও রিপন মিয়া।

এছাড়াও আহত হলেন আকবর আলী (৫৫), খালেদ আহমদ (২৮), আলমগীর (২৮), নাজিম (১৮), জুনেদ (২২) ও নাসির (৪৭)সহ ৮ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে কৈতক স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ৩০ জন। এর বাইরে শান্তিগঞ্জ ও ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও অনেক চিকিৎসা নিচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments