বাড়িএক্সক্লুসিভ নিউজছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে পাকুন্দিয়ায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল 

ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে পাকুন্দিয়ায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল 

সদ্য ঘোষিত পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শনিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ গেইটের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

উপজেলা ছাত্রলীগের ব্যানারে ঝাড়ু মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌরসদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের ত্রিমোহনায় অগ্রণী ব্যাংকের সামনে গিয়ে বিক্ষোভ-এ রূপ নেয়। এসময় বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে ঢাকা- কিশোরগঞ্জ মহাসড়কে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে।

পরে উপজেলা পরিষদ চত্বরে কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্না অভিযোগ করে বলেন, ‘ছাত্রদল, শিবির, বিএনপি থেকে উঠে আসা, ছাত্র নয়, বিবাহিতদের নিয়ে গঠিত এ কমিটি আমরা মানি না। অবিলম্বে এ কমিটি বাতিল করা হোক। মেধাবী, ত্যাগী ও যোগ্যদের বিরত রেখে কারো ব্যাক্তি স্বার্থে গঠিত এ কমিটি দ্রুত বাতিল করতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি।’

এসময় ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, রাকিবুল হাসান হিমেল, ইফতেকার আহমেদ রিয়াদ, রাকিবুল হাসান হৃদয়, নাফিজ আহমেদ নাদিম, মনির হোসেন, সোহেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বুধবার (৫ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা ছাত্রলীগের নিজস্ব প্যাডে আগামী এক বছরের জন্য নাজমুল আলমকে সভাপতি ও মো. তোফায়েল আহমেদ তুহিনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের নতুন আংশিক কমিটি অনুমোদন দেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments