বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগজগন্নাথ দেবের ১৫৭তম রথযাত্রা উপলক্ষে কচুয়ায় সাচারে হাজারো ভক্তবৃন্দের উপস্থিতিতে স্নান...

জগন্নাথ দেবের ১৫৭তম রথযাত্রা উপলক্ষে কচুয়ায় সাচারে হাজারো ভক্তবৃন্দের উপস্থিতিতে স্নান যাত্রা উৎসব সম্পন্ন

মো. রায়হান মিয়া, কচুয়া চাঁদপুর নিজস্ব প্রতিনিধি।।

ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা ঐতিহ্যবাহী চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার শ্রী শ্রী জগন্নাথ দেবের ১৫৭তম রথযাত্রা উপলক্ষে ব্যাপক আয়োজনে স্নান যাত্রা উৎসব পালিত হয়েছে। শনিবার দুপুরে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী ভক্তবৃন্দের উপস্থিতিতে আসন্ন রথ উৎসবকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এ রথযাত্রা স্নান যাত্রা উৎসব মুখর পরিবেশে পালন করা হয়েছে।

রথযাত্রা উৎসব কমিটির সভাপতি শুকদেব গোস¦ামীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রদীপ কুমার গোপের পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, সাচার জগন্নাথ ধাম, পুজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু, সাধারন সম্পাদক বাসু দেব সাহা, রথযাত্রা পরিচালনা কমিটির সহ-সভাপতি দিবাকর সাহা, সাগর পোদ্দার, সহ সাধারন সম্পাদক নিমাই সরকার, সদস্য প্রিয়তোষ পোদ্দার, মানিক ভৌমিক, উপজেলা পূজা উদযপান পরিষদের সভাপতি ফনি ভূষন মজুমদার তাপু ও সাধারন সম্পাদক বিকাশ সাহাসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, আগামী ৭ জুলাই রবিবার প্রথম রথযাত্রা ও ১৪ জুলাই উল্টো রথযাত্রা উদযাপিত হবে।

 

কচুয়া: কচুয়ার সাচারে রথযাত্রা উপলক্ষে যাত্রা অনুষ্ঠানের একাংশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments