বাড়িবাংলাদেশেঢাকা বিভাগ"জনসেবায় প্রশাসন: অস্বচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ২০২৩-২৪ অর্থবছরের বিশেষ অনুদানের চেক...

“জনসেবায় প্রশাসন: অস্বচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ২০২৩-২৪ অর্থবছরের বিশেষ অনুদানের চেক বিতরণ”

মনোহরদী(নরসিংদী)নিজস্ব প্রতিনিধি

গত ১৫ জুন ২০২৪ তারিখে নরসিংদী জেলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অস্বচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ২০২৩-২৪ অর্থবছরের বিশেষ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। অসহায় এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চেক বিতরণের সময় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ও অসহায় বান্ধব সরকার। তিনি আরও বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, একটি সুস্থ সমাজ তাদেরকে উপহার দিতে পারলে তারাও দেশের সম্পদে পরিণত হবে। প্রধান অতিথি আরও উল্লেখ করেন, পৃথিবীর অনেক বিখ্যাত মানুষ প্রতিবন্ধী ছিলেন কিন্তু তারা তাদের কর্মক্ষেত্রে সফল। তাছাড়া তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে অনেক প্রতিবন্ধী কম্পিউটার প্রোগ্রামিং করছে, ফ্রিল্যান্সিং করছে সুতরাং আমরা প্রতিবিন্ধীদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে মানবসম্পদে পরিণত করতে পারি এবং সরকার ও জেলা প্রশাসন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments