
জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে ইজতেমায়ে মিলাদ ও নাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বাদ জোহর দাওয়াতে ইসলামী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামীর কেন্দ্রীয় মোবাল্লিগ মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী।
সংগঠনটির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফায়জান রেজার সভাপতিত্বে বক্তারা রাসূল (সা.) এর সুন্নাহ মোতাবেক জীবন গড়ার উপর জোর দেন। নবী (সা.) সুন্নতের অনুসরণ ও অনুকরণের মাধ্যমেই সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
উক্ত মাহফিলে মাদানী চ্যানেল বাংলার নাত খা রাশেদ মাদানী নাত পরিবেশন করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।