
জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ফরিদপুর জেলা ছাত্রকল্যাণের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বিভাগে অধ্যয়নরত পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে এ ইফতার অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টার হোটেলে বিকাল সাড়ে তিন টায় শুরু হয়। পরে সবাই মিলে দোয়ার মাধ্যমে ইফতার করেন।
জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ফাহমিদ আলম রাতুলের সভাপতিত্বে ইফতার মাহফিল সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রাহাতুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফরিদপুরের শিক্ষার্থীরা খুব আন্তরিক। কোন অনুষ্ঠানে দাওয়াত দিলে ফিরিয়ে দিতে পারি না।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমরা নিজেদের তৈরি করো। পড়াশোনায় মনোযোগী হও। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিজেদের তৈরি করো।
তেজগাঁও বিভাগের ডিবির ডিসি আসাদুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আমি নিজস্বতার সঙ্গে অনুভব করি। আমি এখানে অধ্যয়ন করেছি। অনেক আবেগ স্মৃতি জড়িত এই ক্যাম্পাসে। ফরিদপুরের শিক্ষার্থীদের যে কোন সমস্যা সমাধানে তার পক্ষ থেকে সাহায্য করার আশাবাদ ব্যক্ত করেন।
অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষক ড. সাইদুর রহমান বলেন, এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগ চলছে। এজন্য প্রচুর বই পড়তে হবে। তোমাদের দিকে জাতি,সমাজ, দেশ তাকিয়ে আছে। এজন্য তোমরা জাতির জন্য কিছু করে। দেশের জন্য কিছু করো।
এছাড়াও আরো বক্তব্য রাখেন জয় শর্মা, খালিদ হাসান, হাসিবুর রহমান রুবেল, নুর-এ-রাব্বী নাঈম, ইমরান শেখ, মীর কামারুজ্জামান লিজু, এস এম আল আমিন, বকুল মুন্সি এবং আশরাফুল ইসলাম।