
নাজমুল হক, কালিয়াকৈর(গাজীপুর)নিজস্ব প্রতিনিধি
নাচগান আর পিঠা খাওয়ার মধ্য দিয়ে শেষ হলো গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত প্রফেসর শাহজাহান আলী স্কুল এন্ড কলেজে দুই দিনব্যাপী বার্ষিক পিঠা উৎসব ও পুষ্প প্রদর্শনী অনুষ্ঠান সম্পন্ন হয়। শেষ দিনে মেলা প্রাঙ্গণ ছিল লোকে লোকারণ্য। ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অত্র কলেজ ক্যাম্পাসে । শনিবার বিকালে আলোচনাসভা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকাল থেকেই ছোট-বড় সব বয়সী মানুষ মেলায় আসে পিঠা খেতে আর উপভোগ করতে। সন্ধ্যার সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অত্র কলেজের শিক্ষার্থীরা মাতিয়ে রাখেন দর্শকদের। এ সময় উপস্থিত ছিলেন এ সময় প্রফেসর শাহজাহান আলী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও করোটিয়া সরকারি সা’দত কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: শাহজাহান আলী ,প্রফেসর শাহজাহান আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিসেস শিরিন আক্তার, উপাধ্যক্ষ মোঃ শহীদুর রহমান, স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ গাঙ্গুলী, সিনিয়র শিক্ষক নূরে আলম পলাশ, প্রভাষক আব্দুল লতিফ, সহকারী শিক্ষক মোঃ জাহিদ হাসান, প্রভাষক তানজিনা খানম শিমু স্কুলের সহকারী শিক্ষিকা মাহমুদা আক্তার বর্ণা সহ ছাত্রছাত্রীবৃন্দ।