নিজস্ব প্রতিনিধি জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবি তে উপজেলা জামাত ইসলামের অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে,
সোমবার বিকেল সাড়ে ৪ টায় পাঁচবিবি উপজেলা জামায়াতের ইসলামীর কার্যালয় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ সুজাউল করিম এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু সুফিয়ান (মুক্তার) এর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব ডাঃ ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওঃ গোলাম কিবরিয়া মন্ডল ও জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান।
এছারাও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর শফিকুল ইসলাম মাষ্টার, অধ্যাপক আজিজুল হক ঠান্ডা, সহকারী সেক্রেটারী আবু রায়হান, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি আলতাব হোসেন মাষ্টার, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওঃ আব্দুস সালাম, উপজেলা কর্মপরিষদের অন্যতম সদস্য ও পৌর আমীর মাওঃ আবুল বাশার, ছাত্রশিবিরের পূর্ব থানা শাখার সভাপতি হাফেজ রুহুল আমীন, সেক্রেটারী সোহরাব হোসেন, ছাত্রশিবিরের পশ্চিম থানা শাখার সভাপতি আব্দুল মুকিত, সেক্রেটারী জাকির হোসেন সহ সকল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারীগন উপস্থিত ছিলেন,