বাড়িবাংলাদেশেজলঢাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত এক

জলঢাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত এক

মোঃ লাল মিয়া (জাহিদ), জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজিজ রহমান (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আর এক মোটর সাইকেল আরোহী হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (২৩ জুন) দুপুরে শহরের ভাদুর দারগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক জলঢাকা টেংগনমারী শাহিপাড়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

প্রদক্ষদর্শীরা জানান, আজিজ রহমান মোটরসাইকেলে জলঢাকা থেকে ডিমলার দিকে যাচ্ছিলেন। পথি মধ্যে ভাদুর দারগা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আজিজ মারা যান।

জলঢাকা থানার ওসি নজরুল মজুমদার, ” দৈনিক প্রথম বাংলা” কে বলেন  ঘটনাস্থল জলঢাকা থানা এলাকা হলেও ডিমলা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। এ ঘটনায় আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরের রাত আটটার দিকে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments