
মোহাম্মদ লাল মিয়া (জাহিদ), নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে জলঢাকা থানা পুলিশের একটি চৌকস টিম।
নীলফামারী জেলার পুলিশ সুপার মোঃ মোকবুল হোসেন এর দিকনির্দেশনায় জলঢাকা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার এর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী ব্রিজে পাকা রাস্তার উপর থেকে ১ কেজি গাঁজা সহ আটক করেন পুলিশের একটি টিম।
(১৪ জুলাই ) রাত ১১টা১০মিনিটে এসআই আবু বক্কর সিদ্দিক সংগীয় এএসআই হারুন, কনস্টেবল নুর আলম কনস্টেবল সালেক সহ
পৌরসভার বগুলাগাড়ী ব্রিজ পাকা রাস্তার উপর ১কেজি গাজাঁ আটক একজন ও মাদক দ্রব্য পরিবহনের ১ ডিসকভার মোটরসাইকেল জব্দ।তার দেওয়া তথ্যমতে মোটরসাইকেলে অভিনব কায়দায় সাইড কভার এয়ারক্লিন বক্সের ভিতরে রাখা মাদক দ্রব্য এক কেজি গাঁজাসহ হামিদুল ইসলাম(২৬)কে আটক করে পুলিশ।
আটককৃত হামিদুল ইসলাম লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার ধুবনী ৪নং ওয়ার্ডের বাসিন্দা আহাম্মদ আলীর ছেলে। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন শেষ করে কোর্টে প্রেরণ করা হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মজুমদার “দৈনিক প্রথম বাংলা” কে জানান- গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম, ১ কেজি গাঁজা মাদক সহ হামিদুল কে গ্রেফতার করতে সক্ষম হয়। মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে কোর্টে পাঠানো হয়।