
মোহাম্মদ লাল মিয়া (জাহিদ), নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় চলতি বোরো মৌসুমে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কয়েক হাজার কৃষক। আবহাওয়া অনুকুল থাকায় সময়মত বোরো ধান রোপনে এই সময়টাকেই উপযোগী মনে করছেন কৃষকেরা।
উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার প্রতিবেদককে জানান, চলতি বোরো মৌসুমে জলঢাকা উপজেলায় ১১ হাজার ৮শত ৩৮ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এ উপজেলার কৃষকেরা বোরো ব্রী ধান ৮৯, ৯২, ১০০, ১০২ ও বীনা ধান-২৫, ২৯, ২৮ জাতের বেশী আবাদ করে থাকেন। সময়মত বীজতলা তৈরী হওয়ায় কৃষকেরা এখন মাঠে বোরো ধানের চারা লাগাতে ব্যস্ত হয়ে পড়েছেন। এজন্য উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কৃষকদের দাড়ে দাড়ে গিয়ে সঠিক পরামর্শ দিচ্ছেন, যাতে করে তারা উপকৃত হতে পারে। এছাড়াও বোরো মৌসুমে ধান রোপনে যে পরিমান সারের প্রয়োজন দেখা দেয় উপজেলার সার ডিলারদের কাছে সে পরিমান পর্যাপ্ত সার মজুদ রয়েছে।
উপজেলার বালাগ্রামের কৃষক মনছার জানান, তিনি এবার দুই একর জমিতে ব্রী ধান-৮৯ আবাদ করেছেন। সময়মত বীজ ও সার পাওয়ায় সঠিক সময় ধানের চারা রোপন করতে পেরেছেন। আবহাওয়া অনুকুলে থাকলে গত বছরের তুলনায় এবারও ভাল ফলনের আশা করছেন তিনি। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে গ্রামাঞ্চলের কৃষান-কৃষানীরা এখন বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছে।