বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাজলঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপর সংলাপ অনুষ্ঠিত।

জলঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপর সংলাপ অনুষ্ঠিত।

মোঃ লাল মিয়া,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকা উপজেলায় স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে নাগরিক সমাজ সংগঠন সিএসও প্রতিনিধিদের সাথে ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪শে মার্চ) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা সিএসও এর সহ-সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন স্হানীয় নাট্যকর্মী সোঁনামিয়া,একাত্তর সংবাদের প্রতিনিধি বিধান চন্দ্র রায়, ফিল্ড ফ্যাসিলেটেটর নিহারঞ্জন ভট্টাচার্য,স্কুল ফ্যাসিলেটর রাণী বেগম,সাংবাদিক ভবদিশ রায় প্রমূখ।অনুষ্ঠান টি সঞ্চালনা করেন যুক্ত প্রকল্পের মাঠ ফ্যাসিলেটর গৌরব চন্দ্র রায়।

সংলাপে যুব উন্নয়ন অধিদপ্তরে যুবদের কর্ম দক্ষতা বৃদ্ধি, কল্যাণ, প্রশিক্ষণ ও অন্যান্য বিষয়ক কার্যাদি সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। মানব কল্যাণ পরিষদ (এমকেপি) কর্তৃক পরিচালিত ‘নারী অধিকার ও অংশগ্রহণমূলক সুশাসন শক্তিশালী করণে তরুণ সমাজ’ শীর্ষক (যুক্ত) প্রকল্পের আয়োজনে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সিএসও’র ত্রিশ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments