বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাজলঢাকায় ৬৬ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

জলঢাকায় ৬৬ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

মোঃ লাল মিয়া (জাহিদ), জলঢাকা (নীলফামারীঃ)

নীলফামারীর জলঢাকায় মাদক বিরোধী অভিযানে ৬৬ (ছেষট্টি )বোতল ফেনসিডিলসহ ০১জন মাদক চোরা কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল সোমবার (২৬ শে ফেব্রুয়ারী) রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্টের মাধ্যমে গোলমুন্ডা ইউনিয়নের কাকড়ার চৌপথি বাজারে (ডালিয়া রোড) থেকে বিশেষ কায়দায় কালো কাপড় দ্বারা তৈরি বডি ফিটিং অবস্থায় ৬৬ (ছেষট্টি) বোতল ফেনসিডিল সহ একজনকে আটক করা হয়।যাহার আনুমানিক মূল্য- ৯৯,০০০/=  (নিরানব্বই) হাজার টাকা ।

আটককৃক্ত ব্যক্তি হলেন সীমান্তবর্তী হাতিবান্ধা দোলাপাড়া এলাকার -মোঃ সাফিউল আলমের ছেলে মো- আরাফাত ইসলাম (২২)।

এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম ” দৈনিক প্রথম বাংলা ” কে জানান,পুলিশ সুপার গোলাম সবুর,পিপিএম স্যারের দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬৬ (ছেষট্টি) বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়।এ ঘটনায় আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬( ১ ) সারণীর ১৪( গ ) /৪১ রুজু করা হয়েছে।জলঢাকা থানা মামলা হয়েছে যাহার নং-২১, তারিখ ২৭/২/২৪। তিনি জানান এ মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments