বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাজলঢাকায় আন্তর্জাতিক নারী দিবস পালন

জলঢাকায় আন্তর্জাতিক নারী দিবস পালন

মোহাম্মদ লাল মিয়া (জাহিদ), নীলফামারী প্রতিনিধি:
“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আজ শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা লুবনা আকতার, আইটি অফিসার রবিউল ইসলাম, অভিনন্দন ফাউন্ডেশনের পরিচালক শিরিন আকতার আশা প্রমুখ।
 এসময় ইউএনও দেশের উন্নয়নে নারীদের ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়াও তিনি নারী নির্যাতন, বাল্যবিয়ে রোধে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। পরে সফল ৫ জন ক্ষুদ্র উদ্দোক্তার মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কর্মসুচিতে মহিলা বিষয়ক কার্যালয়ের সিআইজিভুক্ত বিভিন্ন গ্রুপের নারী সদস্য, বেসরকারি সংগঠন ও এনজিওর কর্মীরা জলঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments