বাড়িবাংলাদেশেরংপুর বিভাগজলঢাকায় উদ্দীপন এগ্রো লিমিটেড এর আয়োজনে বীজ আলু ফলাফল প্রদশর্ন ও মাঠ...

জলঢাকায় উদ্দীপন এগ্রো লিমিটেড এর আয়োজনে বীজ আলু ফলাফল প্রদশর্ন ও মাঠ প্রশিক্ষণ অনুষ্ঠিত। 

মোহাম্মাদ লাল মিয়া (জাহিদ), জলঢাকা(নীলফামারী) প্রতিনিধি:
“পল্লী উন্নয়নের প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানসম্মত বীজ আলু উৎপাদনে উদ্দীপন এগ্রো লিমিটেড এবং টিএফআরডি সীডস্ যৌথ উদ্যোগে বীজ আলু ফলাফল প্রদশর্ন ও মাঠ প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করে। 
শনিবার (২৫ জানুয়ারি ) বিকেলে নীলফামারী জেলার  জলঢাকার উপজেলার  চিড়াভিজা গোলনা ইউনিয়নে সোলেমানের চৌপুথি সংলগ্ন এলাকায় মানসম্মত বীজ আলু উৎপাদনে উদ্দীপন এগ্রো লিমিটেড(ইউ এ এল)  এবং টেকনোলজি ফর রুরাল ডেভেলপমেন্ট(টিএফআরডি) শেরপুর বগুড়ার আয়োজনে ডিলার,  কৃষক,বিক্রয় প্রতিনিধি এবং দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দের  নিয়ে মাঠ প্রদর্শনীর আয়োজন করে ।  
উক্ত মাঠ প্রদর্শন  অনুষ্ঠানে উদ্দীপণ এগ্রো লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. এম এ মতিন স্যারের  সভাপতিত্বে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ নাসিমুল গনি প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ নাইরুজ্জামান, পুলিশ সুপার মোর্শেদ আলম,জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা মোঃ মাজিদুল ইসলাম, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইমরুল মোজাক্কিন ও জলঢাকা ইউনিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কৃষিবিদ এস এম আব্দুল মুকিত (হেড অফ বিজনেস)
উদ্দীপন এগ্রো লিমিটেড এবং সার্বিক সহযোগিতায় জলঢাকা থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহাদয়  
মোঃ নাসিমুল গনি মানসম্মত বীজ আলু উৎপাদনে উদ্দীপন এগ্রো লিমিটেড  এবং  টি এফ আর ডি বীজ আলুর মাঠ  পরিদর্শন করেন এবং উদ্দীপন এগ্রো লিমিটেড  ও  টি এফ আর ডি সীডস্ যেন আরো ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে এই  পরামর্শ প্রদান করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments