
মোহাম্মদ লাল মিয়া (জাহিদ), জলঢাকা নীলফামারী প্রতিনিধিঃ
কৃষক, শ্রমিক ও দিনমজুরদের মনের কথা শোনা, তারুণ্যকে টার্গেট করে ভোট ব্যাংক বাড়ানো এবং এলাকায় গ্রহণযোগ্যতা বাড়াতে অনেকটা মরিয়া হয়ে উঠেছে নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন।ঈদ পরবর্তী অবসর সময়টাকে বেশ ভালই কাজে লাগাচ্ছেন তিনি। তিনি তার নিজ উপজেলা নীলফামারীর জলঢাকার প্রায় সব কয়টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের নানাবিদ সমস্যা দেখে যাচ্ছেন। এলাকার নবীন ও প্রবীনদের সাথে কথা বলে ছোটখাটো প্রশাসনিক সমস্যাগুলো সমাধানের চেষ্টাও করছেন। কখনো হেঁটে,ভ্যানে অথবা মোটরসাইকেলে করে এ কর্মসূচি পালন করতে দেখা গেছে তাকে, বাড়ি বাড়ি গিয়ে উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের সাথে দেখা করা, কথা বলার মতো কার্যক্রম চালাচ্ছেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক আবু সঈদ লিয়ন জানান, আমাদের প্রত্যেকে নিজ নিজ এলাকায় জনসংযোগ করছেন। আমরা মানুষের মনোভাব বোঝার চেষ্টা করছি। সাধারণ মানুষ কী চায় সেসব জানতে চাচ্ছি। এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটিতে যারা ছিল তাদের নিয়ে জনসংযোগ করছি।এনসিপি যেহেতু নতুন সংগঠন সেহেতু এনসিপিকে প্রোমোট করাই বর্তমানে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ।