বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাজলঢাকা উপজেলায নির্বাচনে৪জন চেয়ারম্যান সহ ১২ জনের মনোনয়নপত্র জমা।

জলঢাকা উপজেলায নির্বাচনে৪জন চেয়ারম্যান সহ ১২ জনের মনোনয়নপত্র জমা।

লাল মিয়া (জাহিদ), জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারী জলঢাকায় আগামী ২১ মে উপজেলা নির্বাচনে লড়াইয়ে চেয়ারম্যান পদে চারজন ও ভাইস চেয়ারম্যান পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার শেষ দিন বিকেল ৪ টা পযর্ন্ত অনলাইনে মাধ্যমে তাদের মনোনয়নপত্র জমা দেন।

চেয়ারম্যান পদে বতর্মান উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা আ, লীগের সাবেক সভাপতি আনছার আলী মিন্টু, উপজেলা আ, লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ শামীম ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আজম এলিচ জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে নুর আলম, শাহিনুর রহমান, মনোয়ার হোসেন লিটন, তোফায়েলুর রহমান।এছারাও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বতর্মান মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, অনিতা রানী, রাহেনা বেগম, মাসুমা বেগম। রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, ১০৫ টি ভোট কেন্দ্রে দুই লক্ষ ৮০ হাজার ২৩৯ জন ভোটার ব‍্যালটের মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করবে ।

এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা এক লক্ষ ৪৩ হাজার ৫৯ জন। মহিলা ভোটার সংখ্যা এক লক্ষ ৩৭ হাজার ১৭৯ জন ও একজন হিজড়া।আগামী ২৩ শে এপ্রিল মনোনয়নপত্র যাছাইবাছাই হবে। ৩০ শে এপ্রিল মনোনয়নপত্র প্রত‍্যাহারের শেষ দিন,২ মে প্রতিক বরাদ্দ ও ২১ শে মে ভোট গ্রহণ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments