
তাজ মাহমুদ, লংগদু(রাঙ্গামাটি)নিজস্ব প্রতিনিধি
“খেলার মাঠ নাই মাঠ চাই, খেলাধুলার পরিবেশ চাই” এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাধীন মাইনীমুখ মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।
৯ এপ্রিল, ২০২৫ বুধবার বিকাল ৪ঃ০০ টায় মাইনীমুখ মডেল হাই স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক কর্মচারীদের উদ্যোগে উক্ত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচীর আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুন্নেছা বলেন, রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলাধীন মাইনীমুখ মডেল হাই স্কুল একটি ঐতিহ্যবাহী স্কুল। এখানে পাচ শতাধিক ছাত্র-ছাত্রী লেখাপড়া করে। কিন্তু দুঃখের বিষয় বিদ্যালয়ে কোন খেলার মাঠ নেই। বিদ্যালয় সংলগ্ন বিদ্যালয়ের নামে রেকর্ডীয় নিচু ভুমিটি জলাবদ্ধ। সম্প্রতি মাইনী নদী খননের পরিত্যাক্ত মাটি দিয়ে অনেকটা ভরাট হয়েছে। কিন্তু বর্ষা মওসুমে তা ডুবে যায়। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলার কোন পরিবেশ ও সুযোগ পায় না। পড়ালেখার পাশাপাশি শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলা বিশাল ভুমিকা রাখে। তাই নিচু জমিটি ভরাটের মাধ্যমে খেলার পরিবেশ তৈরি করার আবেদন করছি।
বিদ্যালয়ের কোমলমতি ছাত্র ছাত্রীরা বলে আমদের স্কুলে মাঠ নাই, আমরা খেলার মাঠ চাই, আমরা এ জায়গাটি ভরাট করা চাই।
এমন দাবি ছিল সাধারন ছাত্র-ছাত্রীদের। তারা মাঠ ভরাটের দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে মানববন্ধনে যোগ দেয়।
বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ আবুল কালাম আজাদ বলেন আমাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা খেলাধুলায় অংশগ্রহন করে উপজেলা ও জেলা পর্যায়ে বিজয় অর্জন করে। কিন্তু খেলার মাঠ থাকলে তারা আরো ভালভাবে চর্চা করে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে যাওয়ার সুযোগ পেত।
বিদ্যালয়ের কমিটির সদস্য (অভিভাবক প্রতিনিধি) মোঃ ইসমাঈল হোসেন বলেন আমরা আমাদের ছেলেমেয়েদের স্বাস্থ্যের জন্য, সুস্থতার জন্য বিদ্যালয়ের খেলার মাঠ চাই। এটা শুধু আমার নয়, সকল অভিভাবকদের প্রাণের দাবি।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর উক্ত দাবি সম্বলিত একটি স্মারকলিপি
উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যম প্রদান করা হয়।