বাড়িবাংলাদেশেঢাকা বিভাগজাটকা ধরায় মাদারীপুরে জেলের এক বছরের কারাদণ্ড।

জাটকা ধরায় মাদারীপুরে জেলের এক বছরের কারাদণ্ড।

আউয়াল হোসেন, মাদারীপুর সদর (মাদারীপুর) শিক্ষানবিশ প্রতিনিধি।

মাদারীপুর এর কালকিনিতে আড়িয়াল খাঁ নদে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় এক জেলকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে কালকিনি উপজেলার খুনেরচর এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবা ইসলাম।

দণ্ডপ্রাপ্ত লোকমান বেপারী (৪৫) কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের করিব বেপারীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল দিয়ে আড়িয়াল খাঁ নদে জাটকা ধরা হচ্ছে, এমন সংবাদে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত। এসময় লোকমান বেপারী নামে এক জেলেকে কারেন্ট জালসহ হাতেনাতে আটক করে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত লোকমানকে এক বছরের কারাদণ্ড দেন বিচারক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments