স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুল এর উদ্যোগে বাংলা নববর্ষ - ১৪৩১ বরণ করার জন্য দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত এর মাধ্যমে দিবসের কর্মসূচী শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস ।
এসময় দিবসের গুরুত্ব তুলে ধরে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ বশির উদ্দিন মিয়া, সহকারী শিক্ষক মোহাম্মদ আকতার হোসেন, সহকারী শিক্ষক মোতাহার হোসেন , সহকারী শিক্ষিকা ফাহিমা আক্তার, সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের " এসো হে বৈশাখ " গানের তালে তালে প্রধান শিক্ষক নেতৃত্ব, সহকারী শিক্ষকবৃন্দসহ ও শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় ।
পরে উপস্থিত শিক্ষার্থীদের বছরের প্রথম দিনে মিষ্টি আপ্যায়নের মাধ্যমে দিবসের কর্মসূচী সমাপ্তি ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।।