
এস এম নাসির মাহামুদ , আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে শনিবার (২২ ফেব্রয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য দাবী সম্বলিত ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্মহাসচিব বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি, আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম।
আজ শনিবার সকালে উপজেলার চুনাখালী বাজার মহিষকাটা বাজার সাহেব বাড়ীসহ উপজেলার বিভিন্ন হাট বাজারের বিভিন স্থানে উপস্থিত জনসাধারন ও ব্যবসায়ীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার কুকুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ। রুস্তম আলী আকন সদস্য সচিব মো. রাহাত তালুকদারসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ ও সফর সঙ্গী হিসাবে ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট কাজী জসিম।
৩১ দফার এই লিফলেটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমুলক সরকার গঠন, সংবিধান সংস্কার, কৃষকের পণ্য উৎপাদন ও বিপণনে সুরক্ষা দিয়ে ন্যায্যমুল্য নিশ্চিত করাসহ নানা অঙ্গীকার করা হয়েছে।
এ সময় অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির প্রয়োজনে ৩১ দফা উত্থাপন করেছেন।যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এগুলো সাধারণ জনতা ও শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছি।