ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে গত ১০ নভেম্বর শ্রীপুর উপজেলা গোসিংগা ইউনিয়ন বিএনপির উদ্যেগে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত র্যালি এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ শাহজাহান ফকির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা: জনাব মোঃ শফিক, শ্রীপুর উপজেলা বিএনপির সহ সভাপতি ও গাজীপুর জেলা বিএনপির সদস্য জনাব মোঃ শামসুদ্দিন সিকদার। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা ও জনাব মোঃ নজরুল ইসলাম।
এ ছাড়া উক্ত র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোসিংগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল, গোসিংগা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মোঃ নুরুজ্জামান মামুন, গোসিংগা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ তবারক হোসেন।
এ ছাড়া গোসিংগা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জনাব মোঃ জালাল সিকদার, গোসিংগা ইউনিয়ন যুব নেতা জনাব মোঃ রানা আকন্দ এবং গোসিংগা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারেক সিকদার ছাড়াও জাতীয়তাবাদী আদর্শের স্থানীয় বহুল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালিটি গোসিংগা ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয় এবং গোসিংগা বাজার ও শ্রীপুর টু কাপাসিয়া রোডে র্যালি কর্মসূচি পালন করা হয়। এসময় ফ্যাসিবাদ হাসিনা সরকার ও তার দুসরদের নিয়ে প্রতিবাদমূলক স্লোগান করা হয়।
র্যালি শেষে অতিথি বৃন্দরা আলোচনা সভায় বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দরা বক্তব্যে ফ্যাসিবাদ সরকারের চরম সমালোচনা করে এবং তাদের দুসরদের সতর্ক থাকতে বলেন। এ সময় নেতৃবৃন্দরা ফ্যাসিবাদের দ্বারা ১৭ বছরের অন্যায়-অতাচার,লাঞ্চিত ও নির্যাতিত হওয়ার কথা তুলে ধরেন।
উক্ত র্যালি এবং আলোচনা সভা সভাপতিত্ব করেন গোসিংগা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এনামুল হক সরকার বুলু।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।