বাড়িএক্সক্লুসিভ নিউজজাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে মতবিনিময়

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে মতবিনিময়

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য সামনে রেখে ২৩ জুলাই হইতে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস সপ্তাহ ২০২২ ঘোষণা করা হয়।

উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে (২৩ জুলাই) শনিবার সকাল ১১টায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তরের যৌথ আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।

শ্রীমঙ্গল উপজেলা মৎস দপ্তরের সিনিয়র মৎস অফিসার মোঃ ফারাজু কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খাঁন, সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৭ দিনব্যাপী নানান কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর শ্রীমঙ্গল। কর্মসূচির মধ্যে রয়েছে, পুরো উপজেলায় মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা, পোনা মাছ অবমুক্ত করণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মতবিনিময়, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা’ পুকুরের মাটি ও পানি পরীক্ষা ইত্যাদি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments