বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাজাতীয় নাগরিক কমিটি, কুতুবদিয়া রাইজিং-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় নাগরিক কমিটি, কুতুবদিয়া রাইজিং-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ কামরুল হাসান, স্টাফ রিপোর্টার, কক্সবাজার।
কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আজ (২২ ডিসেম্বর ২০২৪, রবিবার) বিকাল ৪টায় জাতীয় নাগরিক কমিটি, কুতুবদিয়া রাইজিং-এর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলে, লবণ চাষি ও বিভিন্ন স্তরের নাগরিকরা অংশগ্রহণ করেন।
তাহমিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাগরিক কমিটির সদর প্রতিনিধি মোহাম্মদ খালিদ বিন সাইদ, মিজানুর রহমান মিল্কী,   
আবু রাসেল রবিন, কাজী তাহমিদ,ডাঃ কাইমুল হক, রিদোয়ানুজ্জামান হেলালী, মাষ্টার আব্দুল আজিজ মাস্টার সজিব, আতহার সাকিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা নাগরিকদের জন্য রাজনৈতিক  বন্দোবস্ত, ন্যায্য অধিকার আদায়, সমাজে বিদ্যমান বৈষম্য নিরসন, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরন, পর্যটন উদ্যোগ গ্রহন  এবং লবন সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সভায় উপস্থিত স্থানীয়রা দ্বীপে সুপেয় পানির সংকট, ভাঙাচোরা রাস্তা, বিদ্যুৎ সমস্যাসহ বিভিন্ন দুর্ভোগের কথা তুলে ধরেন।
জাতীয় নাগরিক কমিটির কক্সবাজার সদর প্রতিনিধি মোহাম্মদ খালিদ বিন সাইদ বৈষম্যমুক্ত রাষ্ট্র ও নাগরিকের তার প্রাপ্য অধিকার আদায়ে ভয় ডরহীন ভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানোর মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments